ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে অক্সফোর্ড একাডেমির বৃক্ষমেলা ও ফ্রী মেডিকেল ক্যাম্প

  • আপলোড তারিখঃ 05-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 122104 জন
গফরগাঁওয়ে অক্সফোর্ড একাডেমির বৃক্ষমেলা ও ফ্রী মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ময়মনসিংহের গফরগাঁও অক্সফোর্ড একাডেমি কর্তৃক আয়োজনে মধুমাস উপলক্ষে দুই দিনব্যাপি ফলদ ও বৃক্ষমেলা এবং ফ্রী মেডিকেল  ক্যাম্প শুরু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া ফলদ ও বৃক্ষমেলা এবং ফ্রী মেডিকেল  ক্যাম্প শেষ হবে আগামীকাল শনিবার বিকেলে।
মেলায় ২০টি স্টলে মৌসুমি বিভিন্ন ধরনের ফল, পিঠা, হাতে বানানো কেক, শরবত, ফুসকা, খেলনা, বই ও নানা ধরনের গাছের চারা রয়েছে। যা আগত শত শত দর্শনার্থীদের মুগ্ধ করেছে। 
একাডেমির অভিভাবক রোকসানা সুলতানা বলেন, অক্সফোর্ড একাডেমির প্রতিটা আয়োজনের মত এবারের মেলাটি একটি ব্যতিক্রমী আয়োজন যা আমাদের  সকলকে আনন্দিত করেছে। কোমলমতি শিশুদের শিক্ষার পাশাপাশি মেধাবিকাশে ব্যাপক ভূমিকা রাখবে বলেও আমি আশাবাদী।
গফরগাঁও অক্সফোর্ড একাডেমির পরিচালনা কমিটির সভাপতি সজিব সরকার মেলায় প্রথম দিনে লোকজনের আগমনে উৎসাহে সন্তুষ্টি প্রকাশ করেন। 
একাডেমির অধ্যক্ষ বাহারুল ইসলাম বলেন, অক্সফোর্ড একাডেমি ব্যতিক্রমি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমরা লেখাপড়ার পাশাপাশি সহ-পাঠ্যক্রমের অংশ হিসেবে এই মেলার আয়োজন করি। যা ছেলে- মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে উজ্জীবিত হয়ে উঠছে। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় প্রতি বছর আমরা এই আয়োজনটি করতে চাই।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান