ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 14-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19443 জন
সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



 স্টাফ রিপোর্টাঃ ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, শিশু বিবাহের কুফল সম্পর্কে সচেতনতা, গর্ভবতী মায়েদের ব্লাড গ্রুপ নির্ধারণ ও স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি কার্যক্রম সফলভাবে পরিচালনা করা হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবীর এবং শিরণ্টি, গোয়ালা ও সাপাহার সদর ইউনিয়নের চেয়ারম্যানগণ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাঠ ও দপ্তর পর্যায়ের কর্মকর্তারা।

আলোচনায় বক্তারা পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সচেতনতায় তরুণদের সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং নিজ নিজ দায়িত্ব পালনে আরও আন্তরিক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল