ঢাকা | বঙ্গাব্দ

‎পানছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

‎জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 26-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9996 জন
‎পানছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ছবির ক্যাপশন: শপথ পাঠ কর্মসূচি
ad728

 


ইকবাল হোসাইন, প্রতিনিধি,পানছড়ি,খাগড়াছড়ি : 

‎জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

‎২৬ জুলাই ২০২৫ ,শনিবার  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা'র এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়।ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি একই সাথে শপথ পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

‎ উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন বলেন,জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলন আমাদের সমাজ বদলের, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দেশ প্রেম জাগ্রত করার প্রতীক।

‎আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন , নতুন তালিকা ভুক্ত প্রতিবন্ধি ব্যক্তিদের পরিচয় পত্র প্রদান,প্রতিবন্ধি ভাতা পরিশোধ বই বিতরন,মহিলা বিষয়ক কার্যালয় হতে ভিডব্লিউবি কার্ড বিতরণ। 

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা প্রতিনিধি এস আই সদানন্দ বৈদ্য , মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া , মুক্তিযোদ্ধা আব্দুল সোবাহান ,ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,ভূমিধর রোয়াজা, আবুল হাসেম, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ,ফিল্ড সুপারভাইজার সমাজ সেবা কার্যালয় গৌরব চাকমা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সমাজ সেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার