ঢাকা | বঙ্গাব্দ

‎প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুবফোরামের কর্মী নিহত

‎খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র কর্মী বাহিনীর গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ভ্রাতৃপ্রতীম সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী নিহতের খবর পাওয়া গেছে
  • আপলোড তারিখঃ 28-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7967 জন
‎প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুবফোরামের কর্মী নিহত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি। 

‎খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র কর্মী বাহিনীর গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ভ্রাতৃপ্রতীম সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী নিহতের খবর পাওয়া গেছে।


‎প্রসঙ্গত, রোববার দুপুর ২ টার দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের বাবুরা পাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি জানান পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। এদিকে, গেল শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় কয়েক শ রাউন্ড গুলি বিনিময় হয় আঞ্চলিক সংগঠন গুলোর মাঝে।

‎জেএসএস ও ইউপিডিএফর মাঝে ওই দিনে সংঘর্ষে ৪ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছে ইউপিডিএফ। জেএসএস সন্তু গ্রুপের কেউ এখনও এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল