ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে খাস পুকুর ও কবরস্থান দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত

নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের দিলালপুর মৌজায় অবস্থিত একটি ৩৫ শতক খাস পুকুর তৎসংলগ্ন ৭৮ শতক কবরস্থানের সম্পত্তি দখলকারীর বিরুদ্ধে এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
  • আপলোড তারিখঃ 18-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35155 জন
সাপাহারে খাস পুকুর ও কবরস্থান দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন
ad728




স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের দিলালপুর মৌজায় অবস্থিত একটি ৩৫ শতক খাস পুকুর তৎসংলগ্ন ৭৮ শতক কবরস্থানের সম্পত্তি  দখলকারীর বিরুদ্ধে এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।


 অদ্য ১৮ আগষ্ট সোমবার দুপুর ১২.১৫ মিনিট হতে ১২.৫০ মিনিট পর্যন্ত সাপাহার জিরো পয়েন্টে  উপজেলার ০২নং গোয়ালা ইউনিয়নের নিশ্চিন্তপুর,বাদ নিশ্চিন্তপুর ও মাইপুর গ্রামবাসী সহ আশেপাশের লোকজন মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এলাকাবাসীর অভিযোগ কথিত ভূমিদস্যু দখলদার মোঃ আতাউর রহমান ও তার লোকজন দিলালপুর, মৌজায় অবস্থিত একটি খাস খতিয়ান ভুক্ত পুকুর সহ প্রায় ১.১৩ একর কবরস্থান দখলে নিয়ে  অবৈধ ভাবে ভোগদখল করছে। যুগ যুগ ধরে ওই সম্পত্তি কবরস্থান হিসেবে  ব্যবহার হয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ উক্ত পুকুরে পানি ব্যবহার ও কবরস্থানে লাশ দাফন কাফন করতে গেলে বিভিন্ন ভাবে দখলকারী প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। তাদের এধরনের উস্কানিমূলক  কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অদ্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।  বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে এলাকার প্রায় দুই তিন শত মানুষ অংশ গ্রহন করে। বিক্ষুব্ধ এলাকাবাসী দখলকারীর কবল থেকে কবরস্থান ও খাস পুকুরটি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার   

ও সহকারী কমিশনার ভূমির জরুরী হস্তক্ষেপ কামনা করে লিখিত ভাবে বিষয়টি অবগত করেন। অপর দিকে অভিযুক্ত আতাউর রহমানের সাথে কথা হলে তিনি জানান যে ওই সম্পত্তির রেকর্ড সংশোধনের জন্য সাপাহার সিনিয়র সহকারী জজ আদালত নওগাঁয় ১৬৩/২০১৯ অঃপ্রঃ মামলা বর্তমানে চলমান রয়েছে। জমিদারের দেয়া পত্তন মুলে তারা ভোগদখল করছেন। 

উল্লেখিত ঘটনায় প্রতিপক্ষ ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।