ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দক্ষিণবঙ্গের জননন্দিত নেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 25-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 74861 জন
শার্শায় অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে দোয়া মাহফিল ছবির ক্যাপশন: শার্শায় অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে দোয়া মাহফিল
ad728

শার্শায় অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান


হুমায়ুন কবির মিরাজ, যশোর:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দক্ষিণবঙ্গের জননন্দিত নেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৪ আগষ্ট) রাত ৯ টার দিকে নাভারন কামিল মাদ্রাসায় শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব আশরাফুল আলম বাবুর নির্দেশনায় শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম পিন্টু, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনি, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, শার্শা সদর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক খলিলুর রহমান, শার্শা ইউনিয়ন যুবদল নেতা ইসরাফিল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শওকত এবং উপজেলা ছাত্রদল নেতা আল মামুন জয় প্রমুখ।


এসময় শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু বলেন, অনিন্দ্য ইসলাম অমিত ভাই শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দক্ষিণবঙ্গের মানুষের আশার প্রতীক। দুঃসময়ে তিনি দলের নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি। অচিরেই তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের বিশ্বাস।


দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩