ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ হয়েছে।
  • আপলোড তারিখঃ 30-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21326 জন
ঢাকায় নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে  বিক্ষোভ ছবির ক্যাপশন: সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ad728



আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ হয়েছে। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চট্টগ্রামে দলটির নেতাকর্মীরা পাঁচলাইশ থানার ২ নম্বর গেট মোড়ে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কে আগুন দেন এবং নুরের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।




বিক্ষোভ চলাকালীন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মোড়ের বিভিন্ন অংশে যানবাহনের জটলা তৈরি হয়। একটা সময়ে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন।




উল্লেখ্য , রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।  ২৯ আগস্ট(শুক্রবার) রাতে বিজয় নগরে আল রাজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।