ঢাকা | বঙ্গাব্দ

শীর্ষ পর্যায় থেকে চাঁদাবাজ চক্র সরানোর প্রক্রিয়া শুরু করবেন তারেক রহমান

আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল বলেন, “আগামী দিনে বিএনপি বলেন বা অন্য যে দলই বলেন, আগের মতো হবে বলে মনে করি না। যেখানে নেতাকর্মীরা চাঁদাবাজ, এমপি চাঁদাবাজ, মন্ত্রীও চাঁদাবাজ। এই চক্রকে সরাতে হলে শীর্ষ পর্যায় থেকেই পরিশুদ্ধ করতে হবে। সেই প্রক্রিয়া এবার আমার নেতা তারেক রহমান হাতে নেবেন।”
  • আপলোড তারিখঃ 30-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20937 জন
শীর্ষ পর্যায় থেকে চাঁদাবাজ চক্র সরানোর প্রক্রিয়া শুরু করবেন তারেক রহমান ছবির ক্যাপশন: চৌমুহনী
ad728



লিয়াকত আলী খান, নোয়াখালী প্রতিনিধি:

আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল বলেন, “আগামী দিনে বিএনপি বলেন বা অন্য যে দলই বলেন, আগের মতো হবে বলে মনে করি না। যেখানে নেতাকর্মীরা চাঁদাবাজ, এমপি চাঁদাবাজ, মন্ত্রীও চাঁদাবাজ। এই চক্রকে সরাতে হলে শীর্ষ পর্যায় থেকেই পরিশুদ্ধ করতে হবে। সেই প্রক্রিয়া এবার আমার নেতা তারেক রহমান হাতে নেবেন।”


শুক্রবার রাতে বেগমগঞ্জের চৌমুহনী হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে রাসেল বলেন, গত নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলাম আমি। এবারও ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।


তিনি বলেন, "বেগমগঞ্জ অবহেলিত, বিষমভাবে অবহেলিত। মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা কাজ করছে। এই বিশৃঙ্খলা থেকে মুক্তি চায় বেগমগঞ্জের মানুষ।”


সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।