ঢাকা | বঙ্গাব্দ

কারামুক্তির পর নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত এম আবুল খায়ের, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

  • আপলোড তারিখঃ 10-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15284 জন
কারামুক্তির পর নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত এম আবুল খায়ের, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ছবির ক্যাপশন: ছবি :- আজকের সংবাদ
ad728

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাফটকে যুবদলের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী এম আবুল খায়েরকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

পরে গাড়িবহরসহ নেতাকর্মীরা তাকে নিয়ে বাজিতপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আবুল খায়েরকে দুর্দিনের সাহসী সংগঠক ও রাজপথের অন্যতম যোদ্ধা উল্লেখ করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ উপজেলা যুবদলের আহ্বায়ক পদে পুনর্বহালের জোর দাবি জানান।

গত বছরের ১৯ নভেম্বর গভীর রাতে সেনাবাহিনীর একটি দল উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামে তার বাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালায়। দীর্ঘ সময় অভিযান চালানোর পরও কিছু না পেয়ে সেনা সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যায়। পরদিন সকাল ৯:৩০ মিনিটে তার অনুপস্থিতিতে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পুকুরপাড় এলাকায় একটি একনলা বন্দুক উদ্ধারের দাবি করে তাকে আটক দেখানো হয়।

ওই দিনই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করেন।

কারামুক্তির পর এম আবুল খায়ের সাংবাদিকদের বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমি কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি, আমি কোন দিন সংগঠন বিরুধী কোন কাকর্যক্রমে জড়িত ছিলাম না।আমার বিগত সময়ের সকল কার্যক্রমের উপর বিবেচনা করে নিরপেক্ষ তদন্ত করে আমার উপর দলীয় সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করে আমাকে দলীয় দ্বায়িত্ব পালন করার সুযোগ প্রদান করা হোক।

এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ নিজেস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
notebook

রামপুরা- হাতিরঝিল প্রেসক্লাবের যাত্রা শুরু