স্টাফ রিপোর্টার:
"এসো গড়ে তুলি প্রাণের স্পন্দন ও জন্মভূমির সেতু বন্ধন" এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের সাবেক ও বর্তমান কৃতিসন্তানদের সংগঠন ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ-এর ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাজধানীর বনানীতে কমিটির অনুমোদন দেন বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব আবুল কাশেম মজুমদার এবং ঢাকা পেপার্স মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহজাহান কবির।
এতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড পিএলসি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নানকে সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ আহমেদ রিপনকে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবি আব্বাস উদ্দিনকে কোষাধ্যক্ষ পদে আবারও নির্বাচিত করা হয়েছে।
এ কমিটির অন্যান্য সদসদ্যের মধ্যে রয়েছেন ডেপুটি অ্যার্টনী জেনারেল আহসান উল্যাহ, অন্তবর্তী সরকারের যুগ্ম-সচিব হাবীবুর রহমান, পুলিশের উপ-সহকারী কমিশনার (ডিএমপি) শাহাদাত হোসেন প্রমূখ।
এরআগে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়।