ঢাকা | বঙ্গাব্দ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদকারী মশিউর রহমান জিসান হলেন মামলার আসামি

  • আপলোড তারিখঃ 20-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1641 জন
ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদকারী  মশিউর রহমান জিসান হলেন মামলার আসামি ছবির ক্যাপশন: মশিউর রহমান
ad728

স্টাফ রিপোর্টার: গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার মামলায় আসামি করা হলো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র নেতৃত্বাধীন বিজেপি'র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও ভিপি নুরের উপর হামলার প্রতিবাদকারী মশিউর রহমান জিসানকে।
সম্প্রতি এ ঘটনায় ঢাকার রমনা থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলার ৬নং আসামি করা হয় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদকারী এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র নেতৃত্বাধীন বিজেপির  ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসানকে। 

কিন্তু ভিপি নুরের ওপর হামলার ঘটনার সাথে সাথেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর জিসান (ভিপি নুরের উপর হামলার আসামি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন এবং ভিপি নুরুল হক নুর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর জিসান তাকে দেখতেও যান। বাংলাদেশী পোশাক

সেই জিসানকে ভিপি নুরের ওপর হামলার মামলায় ৬নং আসামি করায় জনসাধারণ এর তীব্র নিন্দা জানিয়েছেন। 

মশিউর রহমান জিসান বলেন, গণঅভ্যুত্থানের পরেও এই ধরনের ভুল এবং মিথ্যা মামলা আমাদেরকে বিব্রত করে। গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা হওয়ার পরে আমরা সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আর আজ সেই মাললায় আমাকে ৬ নং আসামি করা হয়েছে। তথ্য যাচাই বাছাই  ছাড়া এ ধরনের মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।