হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি: দখলদারিত্বের অভিযোগে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে দখলদারিত্বসহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগের বিষয়গুলো পর্যালোচনা শেষে কেন্দ্রীয় নীতি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধ দল। কোনো ব্যক্তি যদি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কাজে লিপ্ত হয় বা শৃঙ্খলা ভঙ্গ করে, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতেই এ সিদ্ধান্ত।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, এখন থেকে আনোয়ার হোসেনের সঙ্গে দলীয় বা সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এই সিদ্ধান্তে দলের মধ্যে শৃঙ্খলা আরও সুসংহত হবে। তারা বলেন, দলবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।