ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

দেশব্যাপী আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সামনে রেখে খাগড়াছড়িতে সাংবাদিকদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 24-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 44055 জন
খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ছবির ক্যাপশন: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
ad728



খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

দেশব্যাপী আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সামনে রেখে খাগড়াছড়িতে সাংবাদিকদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করে জেলা তথ্য অফিস।


জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) সৈয়দ এ মু’মেন।


এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম,সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকবৃন্দ,জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।


১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান:

ওরিয়েন্টেশন ওয়ার্কশপে জানানো হয়, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ কার্যক্রমকে সফল ও কার্যকর করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা।


বক্তারা বলেন “টাইফয়েড প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। এ ক্যাম্পেইন নিয়ে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে বড় ভরসা।”


জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ টিকাদান কার্যক্রম পৌঁছে দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।


ওয়ার্কশপে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন এবং এই কার্যক্রমকে সফল করতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।


উল্লেখ্য:খাগড়াছড়িতে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এ ওরিয়েন্টেশন ওয়ার্কশপের মূল লক্ষ্য ছিল আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিশ্চিত করা।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩