অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশ, অষ্টগ্রাম উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার জিরো পয়েন্টে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমদ রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান খাঁন।
এসময় কিশোরগঞ্জ জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোমিন শেরজান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোটগ্রহণ শেষে মাওলানা কেফায়েতুল্লাহ সভাপতি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আমিনী সাধারণ সম্পাদক এবং মুফতি জিয়া এনাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।