ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় টাকা চুরি নিয়ে বিরোধে এক ব্যক্তি আহত

যশোরের শার্শা উপজেলার কাশিপুর বেলতার মোড়ে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিদুল বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 25-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 41665 জন
শার্শায় টাকা চুরি নিয়ে বিরোধে এক ব্যক্তি আহত ছবির ক্যাপশন: আহত মহিদুল বিশ্বাস
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের শার্শা উপজেলার কাশিপুর বেলতার মোড়ে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিদুল বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের মৃত মসলেম বিশ্বাসের ছেলে মহিদুল বিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় অভিযুক্ত বকুল (৩৭), টিটন (৩০), ন্যাদা (৩২) এবং আরও ৪-৫ জন মিলে মহিদুলের ওপর হামলা চালায়। প্রথমে তারা হকিস্টিক ও লাঠি দিয়ে মারধর করে এবং এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত মহিদুলের অবস্থা আশঙ্কামুক্ত।


এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান