স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে এবং এই পুজা উৎসব দেশব্যাপী নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে পালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক এমপি এম. এ. আউয়াল ও মহাসচিব সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বলেন, আজ রোববার থেকে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে নানাবিধ শংকা লক্ষ্য করা যাচ্ছে। এমতাবস্থায় দুর্গাপূজা যাতে দেশব্যাপী নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পারে সেজন্য রাষ্ট্রীয় উদ্যোগে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে আরো বলা হয়, নিজ নিজ ধর্মীয় ধর্মীয় স্বাধীনতা উপভোগ করা দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। একই সাথে ধর্মীয়, জাতিগত ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। যদি রাষ্ট্রীয় উদ্যোগে আগাম প্রস্তুতি, কার্যকর আইন প্রয়োগ ও জবাবদিহি মূলক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা যায় তাহলেই কেবল দুর্গাপূজা মন্ডব ও মন্দির সহ প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব। বিবৃতিতে আরো বলা হয় যে, শান্তির ধর্ম ইসলাম দেশের নাগরিকদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ইসলামে ভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা বিধান ও তাদেরকে স্বাধীন ভাবে নির্বিঘ্নে স্বীয় ধর্মকর্ম পালন নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। মহানবী(সাঃ) প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রে সকল ধর্মাবলম্বীদের স্ব স্ব ধর্মকর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। বিধায় এদেশের মুসলিম নাগরিকদেরও কর্তব্য দেশের হিন্দু সম্প্রদায়ের পুজা অনুষ্ঠানে যাতে কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকা।