ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 29-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36949 জন
ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত ছবির ক্যাপশন: বর্ণাঢ্য র‍্যালি
ad728



ফরিদপুর প্রতিনিধি 

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। 


"প্রতিটি স্পন্দনই জীবন, এখনই পদক্ষেপ নিন, জীবন বাঁচান" এই স্লোগানকে সামনে রেখে সোমবার ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের হৃদরোগ হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

পরে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর হার্ট ফাউন্ডেশন এর সভাপতি ডা মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার বদরুজ্জামান, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া, ফরিদপুর মেডিকেল কলেজ এর সহকারী অধ্যক্ষ ডাক্তার খান মোঃ আরিফ প্রমূখ।

 

এ সময় বক্তারা বলেন,  হৃদরোগ একটি ঝুঁকিপূর্ণ ব্যাধি। বর্তমানে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অল্প বয়সের যুবকেরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। 

বক্তারা আরো জানান, যথাযথ খাবার গ্রহণ, অনুশীলন, আর জীবনের উদ্দেশ্যে খুঁজে বের করে সামাজিক সম্পর্ক ও বন্ধন সৃষ্টি করার প্রতি গুরুত্ব দেন অনেকে। প্রতিটি স্পন্দনকে অনুভব করা এবং তার সাথে জীবনকে মানিয়ে নেয়ার কথাও বলেন বক্তারা। 


এছাড়া হৃদরোগে আক্রান্ত রোগীদের কে যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত