ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৭ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যাওয়া ১৮ জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের সঙ্গে থাকা মোবাইলফোনও বন্ধ রয়েছে।তাদের পরিবার ১৭ দিন ধরে প্রতিক্ষায় রয়েছে তারা কখন ঘরে ফিরবে।
  • আপলোড তারিখঃ 30-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35842 জন
চট্টগ্রামে ১৭ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যাওয়া ১৮ জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের সঙ্গে থাকা মোবাইলফোনও বন্ধ রয়েছে।তাদের পরিবার ১৭ দিন ধরে প্রতিক্ষায় রয়েছে তারা কখন ঘরে ফিরবে।



নিখোঁজ 'এফবি খাজা আজমীর’ নামক মাছ ধরার নৌকাটির মালিক আলী আকবর। 


গত ১৩ সেপ্টেম্বর রাতে শেষবারের মতো স্বামী আলী আকবরের সঙ্গে কথা হয়েছিল তার স্ত্রী সেলিনার। ফোনে আলী আকবর জানিয়েছিলেন, ‘ভোরের আগে তারা অনেক দূরে চলে যাব, নেটওয়ার্ক পাবে না।’ এই ছিল দুজনের শেষ কথা। তারপর থেকে যোগাযোগ বন্ধ।



স্বামীর সাথে আর যোগাযোগ না পেয়ে গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সেলিনা আক্তার। ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, তার স্বামী আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে জড়িত। তার মালিকানাধীন ফিশিং বোটের (রেজিস্ট্রেশন নং এফ-৯৭৫৪) অধীনে মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেলসহ (৩৫) আরও ১৪ জন সাগরে মাছ ধরতে বের হন। 


গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে আলী আকবরের সর্বশেষ ফোনালাপ হয়। এরপর থেকে তার স্বামী আলী আকবরের ব্যবহৃত নম্বরসহ অন্য সকল স্টাফদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।


সেলিনা আক্তার জানিয়েছেন, ‘প্রথমে ভেবেছিলাম সাগরে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু টানা ১০ থেকে ১১ দিন অপেক্ষার পরও তাদের কোনো খোঁজ না পাওয়ায় আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি। এখন পর্যন্ত স্বামী ও বোটের সব মাঝিমাল্লা নিখোঁজ। পুলিশও তাদের কোনো খোঁজ দিতে পারছে না।’


চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে খোঁজ চলছে। দেশের প্রতিটি থানায় বার্তাও পাঠানো হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান