ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে আম বাগান থেকে অজ্ঞাত ষাটোর্ধ এক বৃদ্ধের পেট কাটা লাশ উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়নের লক্ষিপুর এলাকায় নির্জন আম বাগানের ভিতর থেকে ষাটোর্ধ এক অজ্ঞাত বৃদ্ধের লাশ পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসীর সংবাদে মঙ্গলবার দুপুরে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
  • আপলোড তারিখঃ 07-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28234 জন
সাপাহারে আম বাগান থেকে অজ্ঞাত ষাটোর্ধ এক বৃদ্ধের পেট কাটা  লাশ উদ্ধার ছবির ক্যাপশন: অজ্ঞাত ষাটোর্ধ বৃদ্ধের পেট কাটা লাশ উদ্ধার
ad728



স্টাফ রিপোর্টারঃ:

নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়নের লক্ষিপুর এলাকায় নির্জন আম বাগানের ভিতর থেকে ষাটোর্ধ এক অজ্ঞাত বৃদ্ধের লাশ পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসীর  সংবাদে মঙ্গলবার দুপুরে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে ওই দিন দুপুরের দিকে এলাকার কতিপয় বালক লক্ষিপুর আমবাগানের ভিতরে অবস্থিত দরগা তলা নামক পুকুর পাড়ে ভেড়া ছাগল চড়াতে গিয়ে পুকুর পাড়ের নিচে আম বাগানের মধ্যে পেটের নাড়ীভুঁড়ি কাটা ষাটোর্ধ অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বাগান হতে বেরিয়ে এসে লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী বিষয়টি স্থানীয় থানা পুলিশকে সংবাদ দেয়।  সাপাহার থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পেট কাটা নাড়ী ভুঁড়ি বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে সাপাহার থানার ওসি (তদন্ত)  আলিফ উদ্দীন জানান এখনও মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো ও  থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান