ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে মাদ্রাসার শতবর্ষী স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

কিশোগঞ্জের অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষী স্থাপনা উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক, ছাত্র-জনতা।
  • আপলোড তারিখঃ 13-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23836 জন
অষ্টগ্রামে মাদ্রাসার শতবর্ষী স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন: মানববন্ধন
ad728



সিয়াম শাহরিয়ার, অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোগঞ্জের অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষী স্থাপনা উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক, ছাত্র-জনতা।

আজ ( ২১অক্টোবর) দুপুরে মানবন্ধন ও প্রতিবাদ মিছিলের ব্যানারে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও উপজেলা সহকারি কমিশনা(ভূমি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় তারা স্থাপনা ভাঙ্গার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং প্রশাসনের এ ধরনের উদ্যোগকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল বলে আখ্যায়িত করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়-১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার নামে ৫০শতাংশ ওয়াকফকৃত ভূমি রয়েছে। তাদের দাবী মাদ্রাসার জায়গার বাইরে প্রতিষ্ঠানের কোন একাডেমিক ভবন বা স্থাপনা নেই। বরং মাদ্রাসার জায়গায় সদর হাসপাতাল, থানায় জনসাধারণের চলাচলের জন্য রাস্তা দেওয়া হয়েছে। তবুও দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহলের উস্কানিতে মাদ্রাসার জায়গা সরকারি জায়গা দাবী করে উপজেলা প্রশাসন মাদ্রাসার স্থাপনা ভাঙ্গার উদ্যোগ গ্রহন করে। আজকেও প্রশাসনের এধরনের উদ্যোগ গ্রহন করা হলে ছাত-জনতা, শিক্ষক এর প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেন।

মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি জানান- শতবর্ষী ঔতিহ্যবাহী এ মাদ্রাসাটি হাওরে ধর্মীয় শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদ্রাসার কোন স্থাপনা না ভাঙ্গার জন্য জোর দাবী করেন সংশ্লীষ্টদের কাছে।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আহাদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে মাদ্রাসা কর্তৃপক্ষকে আগেই স্থাপনা সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু  আজ তারা ছাত্রদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩