নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
"সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ (অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২ টায় একটি র্যালি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল,উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক শেখ বদিউজ্জামান, সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্কাউট সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।