পথ প্রদর্শক "
কলমে: পাথর মৃর্ধা,,
————————
জীবনের গল্প অল্প অল্প করে যদি তুমি সাজাও দেখবে উপন্যাস হয়ে গেছে—
কিছু কথা, কিছু ব্যাথা, কিছু স্মৃতির পাহাড় ধসে পড়বে দু'চোখে কান্নার শব্দে—
অন্ধকারের হাতছানিতে দিশেহারা তুমি–
আশার আলোয় তবুও পথ চলতে হবে 'মঞ্জিল' তোমার নই তো কাছে –
জীবন চলার পথে আসবে বিঘ্ন তবুও হেঁটে যেতেই হবে —
সকল বাঁধা পার করে তবেই তো বিজয়ী হবে!
তুমি বিশ্বয়, তুমি সেরা, তুমি তোমার কাছে
অগ্নিঝরা আগুনের স্ফুলিঙ্গ —
তোমার তেজ, তোমার প্রতিঙ্গা এগিয়ে নিয়ে যাবে
দুর বহুদূর —
মনে রেখো আঁধার যত গভীরে
আলো তত সন্নিকটে — চলার গতি থামিয়ে দিওনা
হে প্রিয় —
আমি পাশে নাই"বা' রইলাম চলার সঙ্গী হয়ে,
আড়ালে থেকে পথ প্রদর্শক হয়ে কিছু কথা বলে গেলাম — তুমি শুধু দক্ষ নাবিকের মতো
নির্দেশন পালন করো — ঝড় থেমে যাবে
তুমি'ও' তোমার পাড় খুঁজে পাবে —আমাকে খুঁজো না
হারিয়ে গেলাম ঝড়ের তাণ্ডবে গহীন সাগরের অতলে
শুধু মনে রেখো আমিও ছিলাম তোমার
পথ প্রদর্শক ছায়া হয়ে—
'ভালোবাসে' ছিলাম তোমায় শুধু তুমি বুঝলে না
যখন বুঝলে তখন আমি পৃথিবীর সকল মায়া,মোহ ত্যাগ করে
চলে গেলাম মৃত্যু'কে আলিঙ্গন করে।