ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ঋণের টাকা আত্মসাতের অভিযোগে এনজিও কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম মহানগরে ঋণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় সৈয়দ হাসানুজ্জামান লোটন নামে একজন এনজিও কর্মকর্তাকে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
  • আপলোড তারিখঃ 20-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17627 জন
চট্টগ্রামে ঋণের টাকা আত্মসাতের অভিযোগে এনজিও কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরে ঋণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় সৈয়দ হাসানুজ্জামান লোটন নামে একজন এনজিও কর্মকর্তাকে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।  



সোমবার (২০ অক্টোবর)আদালতের এ রায় ঘোষণা করেন বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান। তবে রায় ঘোষণার সময় আসামি লোটন আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। 


আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত সৈয়দ হাসানুজ্জামান লোটন বেসরকারি সংস্থা র‌্যাডল এর মহাসচিব ছিলেন। ১৯৯৬ সালে চট্টগ্রামের ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের মাঝে ঋণ বিতরণের জন্য র‌্যাডল নামক সংস্থাকে ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়। কিন্তু পুরো টাকা বিতরণ না করে ২ লাখ ২৩ হাজার ১৭০ টাকা আত্মসাৎ করেন লোটন। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক এম এন আলম বাদী হয়ে ২০০৩ সালের ১৮মে পৃথক দুটি মামলা করেন।  



দুদকের আইনজীবী রেজাউল করিম রনি জানান, দুই মামলায় আসামি হাসানুজ্জামানকে ৫ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আত্মসাত করা টাকার সমপরিমাণ অর্থাৎ ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ