অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের: ২ নারীসহ আহত ৩
স্টাফ রিপোর্টার :
কিশোগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ নারীসহ ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন উপজেলার দেওঘর ইউনিয়নের শেখবাড়ীর বাসিন্দা মোবারক হোসেন আজাদের স্ত্রী নূরী (৪৯), রানা মিয়ার স্ত্রী মিতু আক্তার (২৮) ও মৃত শেখ সাবিদ মিয়ার ছেলে শেখ আরিফ (৪৭)। সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দেওঘর ইউনিয়নের শেখবাড়ীর সামনের নামা জমিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শেখ আরিফের পরিবারের লোকজন জানায়, একই গ্রামের মৃত জামির মিয়ার পুত্র দানা মিয়ার পরিবারের সাথে শেখ আরিফের পরিবারের জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। সোমবার সকালে আহত শেখ আরিফ তাদের বাড়ীর সামনের নামা জমিতে কাজ করার সময় পূর্ব পরিকল্পিত ভাবে দানা মিয়ার নির্দেশে উৎপল, আলম, জামাল, নূর আলমসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শেখ আরিফের উপর আক্রমণ চালালে তিনি গুরুতর আহত হন। এসময় নূরী ও মিতু আক্তার ঘটনাস্থলে আসলে তারাও গুরুতর আহত হন। আহতরা অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তারা।
এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবী করে অভিযুক্ত দানা মিয়া এ প্রতিনিধিকে জনান, আমি তাদের ফেরাতে গিয়েছিলাম। আমি এ ঘটনার সাথে জড়িত নই।
ঘটনার সত্যতা স্বীকার করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।