ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল দূর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৮.৩০ মিনিটে নবীনগর পৌর সদর এলাকায় পদ্মপাড়া নিজ বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। তাকে দ্রুত আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে।
  • আপলোড তারিখঃ 24-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13242 জন
নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728



মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল দূর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৮.৩০ মিনিটে নবীনগর  পৌর সদর এলাকায় পদ্মপাড়া নিজ বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। তাকে দ্রুত আহত অবস্থায় নবীনগর  সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে। 


জানা যায়, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলের রাজনৈতিক নির্বাচনে  সমাবেশ শেষে রাতে একাই নবীনগর সদর পদ্মপাড়ায় নিজ বাড়িতে  ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসলে পিছন দিক থেকে কতিপয় দুর্বৃত্ত তিনটি গুলি করে পালিয়ে যায়। 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান, তার শরীরের পিছনে তিনটা গুলি লেগেছে, পিঠের মাঝ বরাবর দুটি গুলি ও তার পাছায় একটি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক, দ্রুত  তাকে ঢাকা মেডিকেল কলেজের প্রেরণ করা হয়েছে। 


নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর  ইসলাম বলেন,  খবর পেয়ে আমরা  দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করছি এবং আমাদের তদন্ত চলছে। অপরাধী যেই হোক আমরা খুঁজে বের করবই। 


উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নান এই অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের দলের মাঝে রাজনৈতিক কোন দ্বন্দ্ব  নেই, মুকুল অত্যন্ত শান্ত ও ভদ্র ছেলে, কারোর সাথে কোনদিন তার কোন দ্বন্দ্ব ছিল বলে শুনিনি।নবীনগর আমরা সকল দল রাজনৈতিক দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি করে আসছি। 

 

 বিএনপির হাজার হাজার নেতাকর্মী হাসপাতালে ভীড় জমায়। তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩