ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বিএনপি নেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাজমুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 25-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12364 জন
গফরগাঁওয়ে বিএনপি নেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাজমুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাজমুল হকের স্মরণ সভা
ad728



রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 


 শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ভারইল ছফির উদ্দিন স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।


বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাদিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম। 


উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন জালালের পরিচালনায়

সভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, এ্যাড. আল ফাতাহ খান, আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মুফিদুল ইসলাম মোহন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, নাজমুল হক ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাহিদুল হক সহ স্থানীয় বিএনপির নেতারা।

সভা শেষে জুলাই অভ্যুথ্বানে উপজেলার তিন শহীদের পরিবার, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পেটুয়া বাহিনীর হাতে নিহত ছাত্রদল, যুবদল নেতা সহ নির্যাতনে আহত ১৯ জন কর্মীর হাতে নাজমুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩