ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ অক্টোবর, রোববার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মির্জা নজরুল ইসলাম বেগ ও সদস্য সচিব আলহাজ্ব আব্দুল খালেক মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
  • আপলোড তারিখঃ 27-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11325 জন
গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন: মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি
ad728




গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ অক্টোবর, রোববার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মির্জা নজরুল ইসলাম বেগ ও সদস্য সচিব আলহাজ্ব আব্দুল খালেক মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

নবগঠিত কমিটিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে সদস্য সচিব করা হয়েছে। 

কমিটির অন্য চার সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খন্দকার, মোঃ আব্দুল মোতালেব, মোঃ জালাল উদ্দিন ও গোলাম মোস্তফা। 

নবগঠিত আহবায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩