মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নানের মনোনয়ন বাতিল করে নতুন করে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির একাংশ রবিবার (০৯ নভেম্বর) এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এ মানববন্ধনের নেতৃত্ব দেন বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির অর্থ বিষয় সম্পাদক নাজমুল হোসেন তাপসের অনুসারী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আবু সাঈদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোয়নকে কেন্দ্র করে নবীনগরে দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। সারাদেশে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল মিটিং সভা সমাবেশ করে যাচ্ছে।
মানববন্ধনে পৌর বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র মোঃ মাঈনুদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য মোঃ হযরত আলী, সাবেক ছাত্রদলের সহ-সভাপতি মো: ইকবাল মোল্লা, ছাত্রদল নেতা রাজুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত তাপস অনুসারী নেতাকর্মীরা।
মানববন্ধন কর্মসূচির সভাপতি আবু সাঈদ বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে, আমরা তা মানিনা, তার কোন জনপ্রিয়তা নেই, বিগত নির্বাচনে দলের জন্য সে কোন কাজ করেনি। কাজী নাজমুল হোসেন তাপস নবীনগর মাটি ও মানুষের জনপ্রিয় নেতা। উক্ত মনোনয়ন পরিবর্তন করে তাপসকে মনোনয়নের দাবি জানাচ্ছি। তাপসকে মনোনয়ন দিলে ধানের শীষ এ আসন থেকে বিপুল ভোটে জয়ী হবে। আর যদি মনোনয়ন পরিবর্তন করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।