এস এম জহিরুল আলম চৌধুরী টিপু: বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-
শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিজয়নগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে মামলাটি দায়ের করেন উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের ছুরিকাঘাতে আহত বিল্লাল মিয়ার স্ত্রী মোছাঃ রুনা আক্তার।
মামলায় আসামী করা হয়েছে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ, বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহিন আলম খান, ইছাপুরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মিয়া, কাসেম কিবরিয়া, মোহাম্মদ আলিসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিজয়নগর থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ রওশন আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বিল্লাল মিয়ার স্ত্রী মোছাঃ রুনা আক্তার বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার মধ্যেরাতে একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে আগে না পরে ফুল দেয়াকে কেন্দ্র করে বিজয়নগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রঘাতে ২ জন আহত হন।