নিজস্ব প্রতিনিধি :
আজ রবিবার(২৩ ফেব্রুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বিএএম, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। সাক্ষাতে তাঁরা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন এবং পারস্পারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত আনসার বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা,কর্তব্যপরায়ণতা, সক্ষমতা ও সাহসী মনোভাবের প্রশংসা করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিন দূতাবাসে কূটনৈতিক ব্যক্তিবর্গের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রয়েছে।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা ও সাহসিকতার জন্য বিভিন্ন বিদেশী দূতাবাসের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।