ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাজিতপুর বাজার সিনেমা হল মোড় থেকে তাকে আটক করা হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর নজরুল ইসলাম খোকনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে।
জানা গেছে, বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর নজরুল ইসলাম খোকনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে।