ঢাকা | বঙ্গাব্দ

পানছড়ির সীমান্তবর্তী এলাকায় বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা প্রদান

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী সনখোলা এলাকায় পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি) অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
  • আপলোড তারিখঃ 27-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7548 জন
পানছড়ির সীমান্তবর্তী এলাকায় বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা প্রদান ছবির ক্যাপশন: পানছড়ির সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করছেন বিজিবি
ad728

 


খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী সনখোলা এলাকায় পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি) অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন'র অধীনস্থ সনখোলা কোম্পানী সদর হেলিপ্যাড ময়দানে  এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ্য পাহাড়ী জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। চিকিৎসা সেবা প্রধান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম। 

এসময়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মফিজুর রহমান ভূঁইয়া বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন