প্রভাষক আলাউদ্দিন ভূইয়া:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর আলোর দিশারী সামাজিক সংগঠনটি বরাবরের মত এবারও ইফতার সামগ্রী বিতরণ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় এর ৬০ তম মানবিক পর্বের অংশ হিসেবে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের সাতটি গ্রামের ৩৫০ টি অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থসহ সাতলক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, ছোলা, মুড়ি, ডাল, তৈল, পেঁয়াজ, আলু, লবণ। এছাড়া প্রতিটি পরিবারকে নগদ ৫০০টাকা বিতরণ করা হয়।
শিকারপুর আলোর দিশারী, একটি সামাজিক ও মানবিক সংগঠন, ১ জানুয়ারি ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছে। এ যাবত ৫৯ টি মানবিক পর্ব সফলভাবে সম্পন্ন করে সংগঠনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে সংগঠনটির নীতিনির্ধারণ পরিষদ, উপদেষ্টা পরিষদ ও কার্যকারী পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিকারপুর আলোর দিশারী সবসময় মানবিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে। এটি আমাদের এলাকাকে ভবিষ্যতে আরও উন্নত ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবে। এলাকার বিভিন্ন দানবীরগণের আর্থিক সহায়তায় আর্ত মানবতার সেবার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।