নিজস্ব প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ৬ কেজি গাজাসহ জিসান মিয়া (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত জিসান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার চরিপুর গ্রামের বাসিন্দা আলকাছ মিয়ার পুত্র।
সূত্র জানায়, বৃহস্পতিবার (৬মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক একেএম মোশারফ হোসেনের নেতৃত্বে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিসান মিয়া একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।