ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূঁইয়া'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন।
  • আপলোড তারিখঃ 06-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5127 জন
গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ছবির ক্যাপশন: মাসিক সমন্বয় সভা
ad728


 গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূঁইয়া'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে ও গফরগাঁও আলোকিত হবে। বিদ্যালয়ের প্রতিটি শিশু শিক্ষার্থীকে নিজের সন্তান করে নিতে হবে। তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় মন-মানসিকতা ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপপরিচালক তাহমিনা খাতুন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ।

প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান কাজল, আব্দুল হাই ও অনীমা রাণী চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া। এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল