সরকার আরিফ, বেড়া উপজেলা প্রতিনিধি : বেড়া প্রেসক্লাবের আহবায়ক দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ শফিউল আযমকে প্রাণ নাশের হুমকী দেয়া হয়েছে।
৯ মার্চ রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে ০১৭৫১-৭৬৪৪৫২ মোবাইল নম্বর থেকে এই হুমকী দেয়া হয়। ট্রু-কলারে মোবাইল নম্বর যাচাই করে দেখা যায় নম্বরটি মিজান নামের এক ব্যক্তির।
বেড়া সিএন্ডবি কেন্দ্রীক একটি চক্র ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে সাংবাদিক শফিউল আযম জানিয়েছেন। বেড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও জার্নাল অব কান্ট্রি বিডি. কম এর সম্পাদক নজরুল ইসলাম সাগর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হুমকীদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।