ঢাকা | বঙ্গাব্দ

বেড়া প্রেসক্লাবের আহবায়ককে প্রাণ নাশের হুমকী

বেড়া প্রেসক্লাবের আহবায়ক দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ শফিউল আযমকে প্রাণ নাশের হুমকী দেয়া হয়েছে। ৯ মার্চ রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে ০১৭৫১-৭৬৪৪৫২ মোবাইল নম্বর থেকে এই হুমকী দেয়া হয়। ট্রু-কলারে মোবাইল নম্বর যাচাই করে দেখা যায় নম্বরটি মিজান নামের এক ব্যক্তির।
  • আপলোড তারিখঃ 09-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 212177 জন
বেড়া প্রেসক্লাবের আহবায়ককে প্রাণ নাশের হুমকী ছবির ক্যাপশন: বেড়া প্রেসক্লাবের আহবায়ক দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শফিউল আযম
ad728


সরকার আরিফ, বেড়া উপজেলা প্রতিনিধি : বেড়া প্রেসক্লাবের আহবায়ক দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ শফিউল আযমকে প্রাণ নাশের হুমকী দেয়া হয়েছে। 

৯ মার্চ রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে ০১৭৫১-৭৬৪৪৫২ মোবাইল নম্বর থেকে এই হুমকী দেয়া হয়। ট্রু-কলারে মোবাইল নম্বর যাচাই করে দেখা যায় নম্বরটি মিজান নামের এক ব্যক্তির।

বেড়া সিএন্ডবি কেন্দ্রীক একটি চক্র  ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে সাংবাদিক শফিউল আযম জানিয়েছেন। বেড়া  প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও জার্নাল অব কান্ট্রি বিডি. কম এর সম্পাদক নজরুল ইসলাম সাগর  এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হুমকীদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত