ঢাকা | বঙ্গাব্দ

কলারোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে আরিজুল হককে আহবায়ক ও মফিজুল ইসলামকে সদস্য সচিব নির্বাচন করে ১২ সদস্য বিশিষ্ট তাঁতী দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 12-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 783 জন
কলারোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন: কলারোয়া উপজেলা শাখার তাঁতী দলের আহবায়ক কমিটি গঠন
ad728

আবু রায়হান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :  সাতক্ষীরার  কলারোয়া উপজেলার  দেয়াড়া ইউনিয়নে আরিজুল হককে  আহবায়ক ও   মফিজুল  ইসলামকে সদস্য সচিব নির্বাচন করে ১২ সদস্য বিশিষ্ট   তাঁতী দলের আহবায়ক কমিটি গঠন  করা হয়েছে।

বুধবার  (১২  মার্চ) বিকাল ৪ ঘটিকায়   উপজেলার খোরদো বাজারে বি এন পি’র  দেয়াড়া ইউনিয়ন কার্যালয়ে  আহবায়ক  আরিজুল হক এর সভাপতিত্বে  উক্ত কমিটির ঘোষণা করেন কলারোয়া উপজেলা তাতীদলের আহবায়ক আবদুল জলিল। এসময় উপজেলা তাতীদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক আহসান হাবিব খানসহ  স্থানীয়  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

উক্ত  কমিটিতে  আতিয়ার রহমান দালালকে যুগ্ম আহবায়ক করে  আমিরুল ইসলাম, আমিনুর রহমান দালাল,  ইউছোপ খান,  মোস্তাফিজুর রহমান,  আনোয়ারুল ইসলাম সরদার,  হুমায়ুন কবির, আবদুল মান্নান, আলমগীর হোসেন,  নয়ন হোসেন ও শওকতকে সদস্য হিসেবে নির্বাচিত  করা হয় ।
এ সময় উপজেলা আহ্বায়ক আবদুল জলিল বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী শাসনামলে আমরা কোন কর্মসূচি পালন করতে পারিনি। যখনই কর্মসূচি গ্রহণ করেছি তখনই সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রোসানলে পড়তে হয়েছে। বিএনপি করার কারণে আওয়ামী লীগের কর্মীরাও অনেক অত্যাচার নির্যাতন করেছে।
তিনি বলেন, ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডে  প্রতিনিধি সভার মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। উক্ত দেয়াড়া ইউনিয়ন আহবায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিল সম্পন্ন করতে হবে। অন্যথায় এই কমিটির কোন কার্যকারিতা থাকবে না।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রামপুরা- হাতিরঝিল প্রেসক্লাবের যাত্রা শুরু