ঢাকা | বঙ্গাব্দ

‎পানছড়ির উপজেলার দুটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ ‎

‎খাগড়াছড়ির পানছড়িতে মাহামান্য হাইকোর্ট বিভাগের পিটিশন মূলে দুটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করা হলো। ‎ ‎১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন নেতৃত্বে নালকাটায় এমএসআর ব্রিকস ও সততা ব্রিকস নামে দুটি ভাটাকে স্থায়ীভাবে বন্ধ করেন। এই দুটি ইটভাটা ছাড়া পানছড়িতে আর কোন ইটভাটা নেই। এতে করে সাধারন মানুষ হতাশা প্রকাশ করেন।
  • আপলোড তারিখঃ 13-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 421 জন
‎পানছড়ির উপজেলার দুটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ  ‎ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

‎পানছড়ির উপজেলার দুটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ

‎প্রতিনিধি,  পানছড়ি,  খাগড়াছড়ি  : 

‎খাগড়াছড়ির পানছড়িতে মাহামান্য হাইকোর্ট বিভাগের পিটিশন মূলে দুটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করা হলো।

‎১৩ মার্চ  ২০২৫, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন নেতৃত্বে নালকাটায় এমএসআর ব্রিকস ও সততা ব্রিকস নামে দুটি ভাটাকে  স্থায়ীভাবে বন্ধ করেন। এই দুটি ইটভাটা ছাড়া পানছড়িতে আর কোন ইটভাটা নেই। এতে করে সাধারন মানুষ হতাশা প্রকাশ করেন।  

‎উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৩৭০৫/২০২২ মূলে ইটভাটা গুলো স্থায়ীভাবে বন্ধ করা হলো। উপজেলার এ দুটি ইটভাটার মালিক লিখিত অঙ্গিকার দিয়েছেন যে, তারা  নিজস্ব উদ্যোগে ভাটার চুল্লি ভেঙে ফেলবেন।

‎অভিযান পরিচালনা কালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা রেন্জ কর্মকর্তা কিশোলয় চাকমা, উপজেলা ফায়ার স্টেশন  ইনচার্জ লিটন বৈষ্ণব, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ বিভিন্ন নিরাপত্তা  বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল