ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আদনান আখতার ১১ মাস বয়সী রাশেদুর রহমান রোজেন নামের এক শিশুকে টিকা খাওয়ানোর মধ্য দিয়ে এ ক্যাম্পেইন এর উদ্ভোধন করেন।
  • আপলোড তারিখঃ 15-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 158 জন
কুলিয়ারচরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন  উদ্ভোধন ছবির ক্যাপশন: কুলিয়ারচরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন করছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা:আদনান আখতার।
ad728


 

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ভিটামিন  'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আদনান আখতার ১১ মাস বয়সী রাশেদুর রহমান রোজেন নামের এক শিশুকে টিকা খাওয়ানোর  মধ্য দিয়ে এ ক্যাম্পেইন এর উদ্ভোধন করেন।

এ সময় আবাসিক মেডিক্যাল অফিসার তমাল কান্তি মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক মো:নজরুল ইসলাম, এস.এস.এস রিফাত সুলতানা, সুপারভাইজার পূরবী রানী বিশ্বাস ও সাইফুল ইসলামসহ স্থানীয় শিশু এবং তাদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য কর্মকর্তা আদনান আখতার বলেন, উপজেলার ১৬৯ টি ক্যাম্পে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত   টিকাদান কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, ভিটামিন 'এ' প্লাস খাওয়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাদ্য ও  স্বাস্থ্য সচেতনতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শরীয়তপুর জেলা জাতীয় শিক্ষক ফোরাম শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত