ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আদনান আখতার ১১ মাস বয়সী রাশেদুর রহমান রোজেন নামের এক শিশুকে টিকা খাওয়ানোর মধ্য দিয়ে এ ক্যাম্পেইন এর উদ্ভোধন করেন।
এ সময় আবাসিক মেডিক্যাল অফিসার তমাল কান্তি মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক মো:নজরুল ইসলাম, এস.এস.এস রিফাত সুলতানা, সুপারভাইজার পূরবী রানী বিশ্বাস ও সাইফুল ইসলামসহ স্থানীয় শিশু এবং তাদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তা আদনান আখতার বলেন, উপজেলার ১৬৯ টি ক্যাম্পে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, ভিটামিন 'এ' প্লাস খাওয়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্য সচেতনতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।