ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে ৬৮ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 20-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26473 জন
নবীনগরে ৬৮ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: নবীনগরে ৬৮ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা
ad728


মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নুর মোঃ সিকদার মিঠু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনসুর আহমদ। 


বিশেষ অতিথি ছিলেন, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শুক্লা রানী ভট্রাচার্য্য, রিকন ল্যাবরেটরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইব্রাহীম খলিল, 

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মানিক ভূঁইয়া, বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা প্রমুখ।


স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।


এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুন্নাহার, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম জুয়েল প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানিয়ে বলেন, তাঁদের অবদান প্রাথমিক শিক্ষার উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষকরা শুধু জ্ঞানদান করেন না, বরং সমাজ গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।


অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ এর পর ইফতার বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার