ঢাকা | বঙ্গাব্দ

দৈনিক আমাদের সময়'র মফস্বল সম্পাদক শাহজাহান কমর আর নেই

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক আমাদের সময়'র, প্রাণ পুরুষ, মফস্বল সম্পাদক, পরম শ্রদ্ধা ভাজন শাহজাহান কমর ভাই আর নেই।
  • আপলোড তারিখঃ 11-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 95800 জন
দৈনিক আমাদের সময়'র মফস্বল সম্পাদক শাহজাহান কমর আর নেই ছবির ক্যাপশন: দৈনিক আমাদের সময়'র মফস্বল সম্পাদক শাহজাহান কমরকে নিয়ে আমাদের সময়'র প্রতিবেদন।
ad728

মো. নজরুল ইসলাম :

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক আমাদের সময়'র, প্রাণ পুরুষ, মফস্বল সম্পাদক, পরম শ্রদ্ধা ভাজন শাহজাহান কমর ভাই আর নেই।

বৃহস্পতিবার ভোর ৪ টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে আমরা একজন সৎ, সাহসী ও আদর্শবান সাংবাদিক/অভিভাবককে হারালাম। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

জেলা প্রতিনিধি এড. মাসুদ ইকবাল  ভাইয়ের সহযোগিতায় শ্রদ্ধেয় কমর ভাইয়ের হাত ধরেই ছিল আমাদের সময়ে আমার পথচলা। এই প্রতিষ্ঠানে দীর্ঘ কর্ম জীবনে আমি এই ভাইয়ের কাছ থেকে যে সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছি এজন্য আমি কমর ভাইয়ের কাছে সারাজীবন ঋণী হয়ে থাকবো।

আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং জার্নাল অব কান্ট্রি'র পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল