ঢাকা | বঙ্গাব্দ

বলিয়ার্দী বালুর মাঠে মরহুম শাজাহান মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন নতুন শাহপুর একাদশ

বাজিতপুর উপজেলার বলিয়ার্দী বালুর মাঠে মরহুম শাজাহান মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নতুন শাহপুর একাদশ। ফাইনাল ম্যাচে তারা মুখোমুখি হয় বলিয়ার্দী জানে আলম একাদশের সঙ্গে।
  • আপলোড তারিখঃ 19-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 88961 জন
বলিয়ার্দী বালুর মাঠে মরহুম শাজাহান মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন নতুন শাহপুর একাদশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাজিতপুর প্রতিনিধি :

বাজিতপুর উপজেলার বলিয়ার্দী বালুর মাঠে মরহুম শাজাহান মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নতুন শাহপুর একাদশ। ফাইনাল ম্যাচে তারা মুখোমুখি হয় বলিয়ার্দী জানে আলম একাদশের সঙ্গে।


টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক রাজীব আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর হোসেন মিরু, প্রতিষ্ঠাতা সভাপতি বাজিতপুর কলেজ শাখা ছাত্রদল; রাহাগীর আলম মান্না, সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি; মোঃ সেলিম মিয়া, বলিয়ার্দি ইউনিয়ন কৃষক দল; মোঃ আফজাল, বিশিষ্ট ব্যবসায়ী; রফিকুল ইসলাম রোকন, উপদেষ্টা বলিয়ার্দি ইউনিয়ন বিএনপি; এবং রোকন মিয়া, সভাপতি ১নং ওয়ার্ড বিএনপি।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ খান, সভাপতি বলিয়ার্দী ইউনিয়ন। এছাড়া নাগরিক কমিটির উপজেলার সদস্য শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম রাজীব, কাজী মানুন, আবু সানী আরও অনেকে উপস্থিত ছিলেন।


খেলা পরিচালনা করেন মোঃ দেলোয়ার হোসেন ও আব্দুস সালাম।


প্রধান অতিথি রাজীব  আহম্মেদ তার বক্তব্যে বলেন, “মরহুম শাজাহান মাস্টার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সমাজসেবক মানুষ। তার স্মৃতিতে আয়োজিত এই টুর্নামেন্ট সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে সুস্থ বিনোদনের দিকে আগ্রহী করে এবং সমাজ থেকে মাদক ও অপসংস্কৃতিকে দূরে রাখতে সহায়তা করে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত