ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে ৬ ঘর পুড়ে ছাই, নারীসহ তিনজন দগ্ধ

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি বসতঘর এবং আগুনে দগ্ধ হয়েছেন নারীসহ তিনজন।
  • আপলোড তারিখঃ 19-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7734 জন
চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে ৬ ঘর পুড়ে ছাই, নারীসহ তিনজন দগ্ধ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি বসতঘর এবং আগুনে দগ্ধ হয়েছেন নারীসহ তিনজন।


শুক্রবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে।


আগুনে দগ্ধরা হলেন, মো. ইব্রাহিম (৫০), মো শফিক (৪৭) এবং তাদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তার দুই ছেলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে।


ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত তিনটার দিকে ওই এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭), মো. ইসহাক (৪০), মো. শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) এবং কালাম (৫০) এর ঘর আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহায়তায়তার মাধ্যমে আগুন  নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।


আগুনে ক্ষতিগ্রস্ত ও আহত মো.ইছহাক বলেন, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলাম। আগুনের তাপে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন পাশের গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও ভাই ইব্রাহিমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়।


কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান জানান, খবর পেয়ে পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়। আগুনে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


তিনি আরও জানান, আগুনে অনেক নগদ টাকাও পুড়ে গেছে। ঘটনাস্থলের যাওয়ার রাস্তাগুলো ছোট হওয়ার কারণে গাড়ি ঢুকানোও মুশকিল হয়ে পড়ে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার