ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে বজ্রপাতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দ

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বজ্রপাতে নিহত ইন্দ্রজিত দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা কৃষক দলের আহবায়ক এড. মাজহারুল ইসলামের নেতৃত্বে কৃষক দলের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের সাথে মতবিনিময় শেষে উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামে নিহত ইন্দ্রজিত দাসের স্ত্রী, মা ও বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় ভাবে শীঘ্রই ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।
  • আপলোড তারিখঃ 29-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 917 জন
অষ্টগ্রামে বজ্রপাতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দ ছবির ক্যাপশন: অষ্টগ্রামে বজ্রপাতে নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে জেলা কৃষক দলের নেতৃবৃন্দ
ad728


অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বজ্রপাতে নিহত ইন্দ্রজিত দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা কৃষক দলের আহবায়ক এড. মাজহারুল ইসলামের নেতৃত্বে কৃষক দলের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের সাথে মতবিনিময় শেষে  উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামে নিহত ইন্দ্রজিত দাসের স্ত্রী, মা ও বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় ভাবে শীঘ্রই ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।

এসময় জেলা কৃষক দলের সদস্য সচিব উবায়েদুল্লাহ উবায়েদ, যুগ্ন আহবায়ক সাইফুল আলম আলমগীর, সালাহউদ্দিন খান ছোটন, নুরুল আরেফিন লিংকন, অষ্টগ্রাম উপজেলা কৃষক দলের সদস্য সচিব ফেরদৌস ফরায়েজী, ইটনা উপজেলা কৃষক দলের আহবায়ক হাবিবুল হান্নান, সদস্য সচিব মাহফুজুর রহমান, কিশোরগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক তৌহিদ হোসাইন, কৃষক দল নেতা শামীম হোসাইন ও মোবারক হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ্য যে, সোমবার (২৮ এপ্রিল) সকালে হাওরে ধান কাটতে গেলে পৃথক বজ্রপাতে অষ্টগ্রামের হালালপুরে ইন্দ্রজিত দাস (৩৫) ও খয়েরপুরে স্বাধীন মিয়া (১৪) নামে দুই কৃষক এবং মিঠামইনের কেওয়ারজোড়ে নিজের খলায় ধানের খড় ঢাকার সময় ফুলেছা বেগম (৬৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার