ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধ নয় শান্তি চাই

-আমিনুল হক নজরুল
  • আপলোড তারিখঃ 02-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80588 জন
যুদ্ধ নয় শান্তি চাই ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728

সকাল বেলার সূর্যোদয়ে   
পাখিরা গান গায়,   
হৃদয়ে ঢেউ লাগে,   
নদীর জল কোমলের,   
ফুলের ঘ্রাণে ভরে যায় বাতাস।    

আমাদের কানে আসে-
শান্তির প্রার্থনা,   
মাটির গভীরে গড়ে ওঠে
স্বপ্নের জগত।   

শত্রুতা নয়,খুব পরিচিত-
মুখগুলোর হাসি ভাগাভাগি চাই।   
যুদ্ধের ধারায় নয়,   
আমরা আমাদের পথ খুঁজে নিতে চাই-
একসাথে,হাত ধরে,   
নিঃশব্দে এক অন্যরকম সুখের গানে।   
বিশ্বের প্রতিটি কোণে-
মানুষের ইতিবাচক সম্ভাবনা যেন জাগ্রত হয়।   

বিশ্বাসের বন্ধন বাঁধা,
আমরা উপরে দিকে তাকাই,   
ভালবাসা হোক আমাদের জাত বিশ্লেষণ, 
আমরা শান্তির দিকে চলতে চাই।   
যুদ্ধের স্মৃতি,চিন্তা-চেতনা যেন মন থেকে যায়,   
আমরা শুধু শান্তি চাই।


লেখক:- সহসম্পাদক : জার্নাল অব কান্ট্রি 

নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল