শ্রমজীবি
"""""""""""""""
স্বর্ণা তালুকদার
দিনমজুরদের দিবানিশি ব্যস্ততা,
বেঁচে থাকার আকুতিতে
কান্না আকাশে বাতাসে
ক্ষুধার কষ্টে জর্জরিত শ্রমজীবি,
ছোট্ট শিশু পথে ঘুরে ক্ষিধার তাড়নায়
কেউ নেয়না তুলে বুকে মমতায়।
দুমুঠো খাবারের জন্য শ্রমিকমাতা,
ছুটে চলে ইটভাটিতে
রক্ত ঘামের সতেজ কণায় কষ্ট কল্পনাতীত,
তাদের কষ্ট কেউ দেখেনা
থাকে লেখা শুধু সফেদ পাতায়,
অন্যদিকে বিশাল অট্টালিকা করে পরিহাস
লাক্সারি গাড়ি এ কেমন নির্মমতা,
যুগযুগ ধরেই চলছে অসাম্যতা,
কখন আসবে সাম্যতার বোধ।
বলতে গেলেই হয় কেন বাকরোধ।