ঢাকা | বঙ্গাব্দ

কেমন প্রিয়োজন ?

কেমন প্রিয়োজন ?
  • আপলোড তারিখঃ 21-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 64708 জন
কেমন প্রিয়োজন ? ছবির ক্যাপশন: কবি তাছলিমা আক্তার মুক্তা
ad728

কেমন প্রিয়োজন ? 

-তাছলিমা আক্তার মুক্তা 


মন বুঝে না প্রেম বুঝে না 

কেমন প্রিয়োজন ? 

কাছে ডাকলে দূরে থাকে 

ব্যস্ত সারাক্ষণ ।


জীবন মানে ব্যস্ত থাকা 

জীবন মানে প্রেম , 

ব্যস্ততাকে কেন্দ্র করে 

সুখে বাঁধানো ফ্রেম। 


 ব্যস্ততাকে প্রেমের মাঝে 

বিলিয়ে দিতে হবে , 

তবেই তুমি আসল প্রেমিক

 জীবন স্বার্থক তবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল