শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে অমৌসুমী তরমুজ চাষ বিষয়ক মাঠ দিবস।
বক্তব্য রাখেন, নুসার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসানুজ্জামান, সহকারী কৃষি কর্মকর্তা মো. আল-আমিন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ চৌধুরী বলেন, নুসার উদ্যোগটি প্রশংসনীয়। এই পদ্ধতিতে অমৌসুমী তরমুজ চাষে অনেক জেলায় কৃষকরা সফল হয়েছে। শরীয়তপুরেও সফল হবে বলে আমরা বিশ্বাস করি।
কৃষক আব্দুল আলীম ও আব্দুল হান্নান বলেন,
প্রথমবারের মতো আমরা ২৪ শতক জমিতে মার্সেলো জাতের মৌসুমী তরমুজ চাষ করি। ৬৫ দিনে আড়াই থেকে চার কেজি ওজনের হয়েছে। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে বিক্রি উপযোগী হবে। বাজারে অসময়ের এই তরমুজের চাহিদা বেশ, দামও ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে সব তরমুজ বাজারে বিক্রি করে অনেক লাভবান হবো।