ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায়,তবে তাদেরকে সন্ত্রাসবাদ করতে হবে:মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট এক সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো এবং নানান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, পাকিস্তানের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তির পথে চলবে, নাকি সন্ত্রাসবাদের পথ থেকে ধ্বংস ডেকে আনবে।
  • আপলোড তারিখঃ 27-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 153227 জন
পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায়,তবে তাদেরকে সন্ত্রাসবাদ করতে হবে:মোদি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট এক সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো এবং নানান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, পাকিস্তানের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তির পথে চলবে, নাকি সন্ত্রাসবাদের পথ থেকে ধ্বংস ডেকে আনবে।


তিনি বলেন, 'পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায়, তবে তাদেরকে সন্ত্রাসবাদ পরিত্যাগ করতে হবে, অন্যথায় ভারতের পক্ষ থেকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।' মোদি দাবি করেন, ভারতের প্রতিশোধ এতটাই তীব্র ছিল যে পাকিস্তানের বিমানঘাঁটিগুলো আজ 'আইসিইউ'তে। তিনি দাবি করেন, ভারতের সেনাবাহিনীর সাহসিকতার কারণে পাকিস্তান সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছিল। মোদি আরও বলেন, 'ভারত আগেই সতর্ক করেছিল তাদের লক্ষ্য সন্ত্রাসী অবকাঠামো, কিন্তু পাকিস্তান সেই সতর্কতা উপেক্ষা করেছিল এবং এখন সেই ভুলের ফল ভোগ করতে হচ্ছে।'


মোদি এর আগে গুজরাটের দাহোদে এক জনসভায় 'অপারেশন সিন্দুর' প্রসঙ্গে বলেন, 'এটি কেবল একটি সামরিক অভিযান ছিল না, বরং ভারতের সাংস্কৃতিক মূল্যবোধ ও আবেগের প্রতিফলন।'


তিনি পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন, 'আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু তোমাদের অবস্থা কী? যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে, তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে।'


রোডশোর সময় মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানায় স্থানীয় জনতা। মোদি জানান, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ভূজের রানওয়ে মেরামতে যেসব সাহসী মহিলা অংশ নিয়েছিলেন, তারা তার সঙ্গে দেখা করে তাকে আশীর্বাদ দিয়েছেন এবং উপহার হিসেবে একটি সিঁদুর গাছ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান