ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল (৩জুন)মঙ্গলবার রাতে ভেওলা মানিকচর ইউনিয়নের ছৈইন্ন্যারমার ঘোনা এলাকায় সন্ধান করা কারখানায় অভিযান চালিয়ে একটি অস্ত্রের অংশবিশেষ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ। এ ঘটনায় এক কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 04-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 146123 জন
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার ছবির ক্যাপশন: অস্ত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার কারিগর।
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল (৩জুন)মঙ্গলবার রাতে ভেওলা মানিকচর ইউনিয়নের ছৈইন্ন্যারমার ঘোনা এলাকায় সন্ধান করা কারখানায় অভিযান চালিয়ে একটি অস্ত্রের অংশবিশেষ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ। এ ঘটনায় এক কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেফতারকৃত কারিগরের ব্যক্তির নাম নুরুল আলম (৬০)। তিনি ওই ইউনিয়নের ভ্যৈারমার ঘোনার একটিক্কাপাড়ার বাসিন্দা। আজ (৪জুন)বুধবার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদ সূত্রে পুলিশ জানতে পারে, ছৈইন্ন্যারমার ঘোনার একটি বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় নুরুলকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে অস্ত্রের অংশবিশেষ, কাঠের বাঁটসহ বডি, ব্যারেল, রাইফেলের গুলির খোসা, শটগানের কার্তুজ, কার্তুজের খোসা, ফায়ারিং পিন, অস্ত্র তৈরির যন্ত্রপাতিসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।


ওসি শফিকুল জানিয়েছেন,ওই কারখানায় লোহার পাত কেটে ও অন্যান্য সরঞ্জাম দিয়ে দেশীয় অস্ত্র তৈরি করা হতো। এ ঘটনায় এক কারিগরকে আটক করা হয়েছে। কারখানার সঙ্গে আর কারা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান